তৌফিক এলাহী
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে পদ্মা সেতু নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে যুবলীগ কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (১২ জুন) বিকেলে থানায় অভিযোগ করেছেন মারধরের শিকার যুবলীগ কর্মী হযরত আলী (৪৫)। তিনি উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
হযরত আলী জানান, শনিবার (১১ জুন) রাত ৮টার দিকে তিনি বীরগ্রাম স্ট্যান্ডে চা-স্টলে বসে চা পান করছিলেন। সেখানে মৃত শাজাহান প্রামাণিকের ছেলে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইউপি মেম্বার জিয়াউর রহমান জিয়া (৩৫), মৃত মকবুল হোসেনের ছেলে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু মিয়া ওরফে মাবলুসহ (৩৮), আব্দুর রশিদ (৪০), আব্দুল মালেক (৪৬), মেহেদী হাসান (২৮) ও মিষ্টি হোসেন (৪৫) বসে চা পান করছিলেন।
চা পানের একপর্যায়ে তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীর নামে অকথ্য ভাষায় আপত্তিকর কথা বলছিলেন। নিষেধ করায় তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে হযরত আলীকে বেধড়ক মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, নির্বাচনী প্রতিহিংসার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তার নামে মিথ্যা অভিযোগ করছে। কাউকে মারপিট করা হয়নি।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
Leave a Reply