নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা সদর উপজেলার সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে’র আওতায় সফটস্কিলস প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১২ জুন) দুপুরে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে ৫দিন ব্যাপি প্রশিক্ষণ (ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন ও পরিচালনা) শেষে প্রান্তিক পেশাজীবী গোষ্ঠী: কামার, কুমার, নাপিত (হেয়ার ড্রেসার), জুতা মেরামত ও প্রস্তুতকারী (মুচি), বার্শ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাসাঁ-পিতল পণ্য প্রস্তুতকারী মোট ১৫০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ২৭লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্তদের অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, মৎস্য লীগের সভাপতি গাজী মোসাদ্দেক হোসেন রতন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply