বন্দর প্রতিনিধিঃ
বন্দরে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে বখাটে মাহামুদুল্লাহ আবারও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বখাটে মাদকসেবী মাহামুদুল্লাহ প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমীর ওসমানের লোক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বন্দর রেললাইন, শাহীমসজিদ, সালেনগরসহ বন্দরে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে একের পর এক অনৈতিক কর্মকান্ড ঘটিয়ে আসছে বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে।
তথ্য সূত্রে আরো জানা গেছে, বন্দর থানার ২১ নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ এলাকার জাপা নেতা আবুল খায়ের মিয়ার মাদক সেবী ছেলে মাহামুদুল্লাহ অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। গত ৮/১০ বছর পূর্বে চাঁদাবাজি করার অপরাধে মাহামুদুল্লাহ র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে দীর্ঘ দিন হাজত খাটার পর বেশ কয়েক বছর ভালো ভাবে জীবন যাপন করলেও। ইদিানিং মাদক সেবী মাহামুদুল্লাহ পুরনো রুপে ফিরে আসছে।
মাদক সেবনের পাশাপাশি মাহামুদুল্লাহ শহরের হোন্ডাবাহিনী সাথে জড়িয়ে উল্লেখিত এলাকায় আবারও ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যার পর বন্দরে বিভিন্ন ওয়ার্ডে হোন্ডাবাহিনী মটর সাইকেল মহড়া গোটা এলাকায় আতংক সৃষ্টি হচ্ছে।
ছোট খাট বিষয় নিয়ে মাদক সেবী মাহামুদুল্লাহ শান্তি প্রিয় জনগনের সাথে নানা ভাবে দূরব্যবহার করাসহ দেখে নেওয়ার হুমকি দামকি দিয়ে আসছে।
মাহামুদল্লাহ অনৈতিক কর্মকান্ডের জন্য ফুসে উঠেছে বন্দরে সাধারন জনগন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, সন্ত্রাসী কর্মকান্ডের দিন শেষে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কাউকে ছাড় দিবে না সেই যেই হোক।
Leave a Reply