ফরিদপুর জেলা বাস টার্মিনালে রাখা একটি যাত্রীবাহী বাস উধাও হয়ে গেছে। ওই বাসে থাকা হেলাপারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (১০ জুন) রাতের কোনো একসময় ঘটনাটি ঘটে।
উধাও হয়ে যাওয়া প্রিয়াংকা পরিবহন (ঢাকা মেট্রো ব-১১৯৪৯৩) নামের ওই বাসটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান। নিখোঁজ হেলপারের নাম ছলেমান মণ্ডল (১৯)। ছলেমান ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের কামাল মণ্ডলের ছেলে।
আনিচুর রহমান জানান, আমার গাড়িটি জেলার লোকাল রুটে চলাচল করে। কামারখালী থেকে ছেড়ে এসে শুক্রবার বিকেল ৫টা ২৭ মিনিটে ফরিদপুর বাস টার্মিনালে আসে। প্রতিদিনের মতো রাতে বাসটি টার্মিনালে রাখা হয়। রাতে বাসের মধ্যেই হেলপার ছলেমান ছিলেন।
তিনি আরও জানান, সকালে বাস টার্মিনালে এসে গাড়িটিকে আর পাওয়া যায়নি। হেলপার ছলেমানও উধাও; তার মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় শনিবার সকালে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, টার্মিনাল থেকে বাস উধাওয়ের ঘটনায় বাসের মালিক অভিযোগ দায়ের করেছেন। বাস ও বাসে থাকা হেলপারকে খুুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply