মোঃ তারেক হোসাইন
চাঁদপুর প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লঞ্চ ঘাটে সোহেল মিয়ার খাবার হোটেল ভাংচুর নগদ অর্থ লুট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শহরের বড় ষ্টেশন মাদ্রাসা রোড় লঞ্চ ঘাটে গত ১০ জুন শুক্রবার রাত ৯ টায় ৩০ মিনিটের সময় ।
আহত সুত্রে জানাযায় যে,মাদ্রাসা রোড এলাকার ইউনুছ আলীর ছেলে সোহেল মিয়া (৩৭) তার খাবার হোটেল বেচা বিক্রি তে ব্যস্থ ছিলেন সেই অবস্থায়।
খাবার হোটেলের ভিতরে জেটিসি কলোনীর সি.এন.জি ড্রাইভার রাসেল এর সাথে গুয়াখোলা এলাকার আল আমিন (৪০) কথা কাটি এক পর্যয়ে কিল ঘুসি মারধোর করে তা দেখে হোটেল মালিক সোহেল মিয়া আলামিন কে দোকানের বাহিরে গিয়ে মারামারি করতে বলেন।
হোটেল মালিক এ কথা বলতে দেরি নাই আল আমিন ও তার সাথে থাকা কয়েক জন সোহেল মিয়ার খাবার হোটেল প্রবেশ করে সোহেল মিয়াকে মারধোর করে দোকান খাবার নষ্ট, ফানিচার ভাংচুর ও হোটেলে বিক্রি নগদ ১৪ হাজার টাকা ব্যবহারিত মোবাইল টি নিয়ে যায়।
এদিকে সোহেলের ডাকচিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এবিষয়ে হোটেল মালিক সোহেল মিয়া জানায় আল আমিন ও তার সাথে থাকা লোক জন আমার দোকানে ডুকে আমাকে মার দোর করে দোকানের আসবার পত্র ভাংচুর ও ক্যাস থেকে নগদ ১৪ হাজার টাকা আমার হাতের মোবাইল টি নিয়ে যায়।
এ ব্যাপারে আল আমিন সাথে কথা বলতে চাইলো তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলার প্রক্রিয়ার আছে।
Leave a Reply