নেত্রকোণা প্রতিনিধিঃ
জননেত্রী শেখ হাসিনা সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি সম্পর্কে বিএনপি জামাত জুট কর্তৃক কুরুচিপূর্ণ উক্তি ও প্রাণ নাশের চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার মদন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ডের উদ্যোগে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে মদন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মদন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস মিয়ার সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মাস্টার।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আজিজুল রহমান কাচু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সমীর উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সামসুল হক খসরু, সন্তান কমান্ডের আহ্বায়ক জাকির হোসেন, রুহুল আমিন সাগর সহ মুক্তিযোদ্ধাবৃন্দ।
Leave a Reply