রাজধানীর পূর্ব জুরাইনের কমিশনার গলিতে ডিআর ফুডস নামে একটি চিপসের কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, বুধবার রাত ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করেছে ৮টি ইউনিট।
বুধবার রাত ১১টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় সদর দপ্তর। রাত সাড়ে ১১টায় প্রথম ইউনিট কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে ডিআর ফুডস কারখানার সব পণ্য পুড়ে গেছে। এখানে চিপস ছাড়াও চকোলেট বানানো হত।
Leave a Reply