বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ জেলা সমাজকল্যান কমিটি হতে ব্যক্তি পর্যায়ে এককালীন অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুর দেড় টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের দুঃখ কষ্ট লাঘবে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। এর মধ্যে একটি হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসার জন্য অর্থ প্রদান। কারন আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা কিছু অর্থের জন্য চিকিৎসা করাতে পারছেন না। তাই সে সকল মানুষদের সহায়তার জন্য সরকার এ ব্যবস্থা গ্রহন করেছে।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করি সাধারণ মানুষকে তাদের প্রাপ্য সহায়তাটুকু পৌছে দিতে।
বক্তব্য শেষে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ উপস্থিত সকলের মাঝে তাদের অর্থ তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা এসিল্যান্ড আবু বকর, সহকারী সমাজসেবা কর্মকর্তা মীর আব্দুল হান্নান, ইউনিয়ন সমাজকর্মী তাওলাদ হোসেন, রুহুল আমীন, অফিস সহায়ক মামুন মিয়া প্রমুখ।
Leave a Reply