ইকবাল হাসান
নেত্রকোণা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার সাংসদ অসীম কুমার উকিলের নির্দেশ নেত্রকোণার আটপাড়ার প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা শুরু হয়েছে।
এরই ধারাবাহিকাতায় আজ ২৪ এপ্রিল শুনই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলার অঙ্গিকন্যা বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: সুলতান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধ খোরশেদ আলম খান বাচ্চু, আবু নাসের তালুকদার মিলু, চন্দন কুমার সরকার, মো: মিজানুর রহমান খান নন্দন, মো: আব্দুস সেলিম মনি, মো: আরিফুজ্জামান খান টিটু, মো: জহিরুল ইসলাম খান হীরা, মো: ফরিদ মেম্বার, মো: হায়দার জাহান সাগর, মো: আসাদুজ্জামান কামাল, কামরুজ্জামান কাজল, জেলা পরিষদ সাবেক সদস্য মো: সুমন খান, যুবলীগ সাধারণ সম্পাদক মো: রোকন-উজ্জামান রোকন, তাঁতী লীগ সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাসসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ প্রমূখ।
শুনই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সুলতু মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: এবায়েত হোসেন মানিক মাষ্টার।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বায়ক জানান।
Leave a Reply