বর্তমান নিউজ.কমঃ
চিকিৎসা মানে না বিজ্ঞান। তপন বৈদ্য কবিরাজ, দেবসেনা বৈদ্য চাকমা, তান্ত্রিক উস্তাদ মাহিনুর বেগম তাদের সকল জটিল ও কঠিন রোগের সমাধান তাদের জানা। এদিকে ভুয়া কবিরাজিতে বিশ্বাস করে প্রতিদিনই মানুষ ভির করছে। আগত লোকজনের দুর্বলতার সুযোগ নিয়ে কবিরাজ হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টির আশ্বাস প্রদান করে চিকিৎসার মায়াজালে ফেলে মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক কবিরাজ।
নারায়ণগঞ্জ শহরের প্রতিটি অলিগলি তাতের পোষ্টারের ছয়লাভ। মহিলা ও যুবকদের থেকে চিকিৎসার কথা বলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। যার কারনে সাধারন মানুষ হচ্ছে প্রতারনার শিকার। শহরের বিভিন্ন এলাকায় পোষ্টার ও হেনবিল বিলি করছে বেদে সম্পদায়।
গ্যারান্টি সহকারে তাদের চিকিৎসা সেবা হলো, নিঃসন্তান, স্বামী-স্ত্রীর অমিল, শত্রু দমন করা, শনি রাহু দমন করা,রাজমোহনী তাবিজ দ্বারাও কাজ করা হয়, হারানো জিনিষ বাহির করা, অর্শ্ব গেজ রোগের চিকিৎসা করা হয়, চুরির মালামাল ফিরত পাওয়া,
বিয়ে বন্ধ, মিথ্যা মামলা মোকদ্দমা, মনের মানুষ অবাধ্য, ব্যবসা ও শুভ কাজে বাধা, চাউল পড়া ও জ্বিন চালান দেওয়া হয়, সাপ ও কুকুরের কামড়ের ফ্রি চিকিৎসা করা হয়, দেশী-বিদেশী মানুষের নাম এর মাধ্যমে হাজিরা দেয়া হয়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ দেওয়া হয়, জায়গা জমিনের সমস্যা সমাধান করা হয়, বান টুনা ও জ্বিন ভুতের আছর থেকে রক্ষা পাওয়া, যৌনরোগ ও ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে এই সব নামে বেনামে ভুয়া তান্ত্রিক ও কবিরাজরা ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা গ্রহণ করেনি এবং যার বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা অবশ্যই অবৈধ। তান্ত্রিক বা কবিরাজরা বিভিন্ন সময় ঔষুধও বিক্রি করছে।
অনেক সময় বেসরকারি টেলিভিশনের শিরোনাম অথবা বিজ্ঞাপনেও তা প্রচার করা হচ্ছে। ফেসবুকেও চলছে প্রচার। এ বিষয়টি অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসা জরুরী।
তান্ত্রিক কবিরাজ জনগণের সঙ্গে প্রতারণা করছে। দেশের মানুষকে এসব প্রতারকদের কাছ থেকে নিজেকে বাঁচাতে আরো বেশী সচেতন হতে হবে।
তাতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সচেতন মহল বলছে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।
Leave a Reply