পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর শেখপাড়া ঈদগা মাঠ এলাকায় অবস্থিত কিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি রপ্তানিমূলক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে। রাত পৌনে ৮টার দিকে বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে কিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। পরে উক্ত প্রতিষ্ঠানের সিকিউরিটি মোকসেদ মন্ডল টের পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ফ্যাক্টরিতে আগুন দেখে ঘটনাস্থলে চলে আসে এবং বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেয়।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন দিলে বেড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের মোট ৪টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে রাত ১০টার আগুন নিয়ন্ত্রণে আনে।
কিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মো. মেহেদী হাসান জুলিয়াস সরদার জানান, বৈদ্যুতিক লাইনে কোনো সমস্যা ছিল না। কেন এমনটি ঘটল তা রহস্যজনক। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এই প্রতিষ্ঠানে পাটখড়ি পুড়িয়ে চক-পাউডারসহ বিভিন্ন ধরনের পাউডার তৈরি করে চীন, জাপানসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে বলে পুলিশ জানায়।
Leave a Reply