সীতাকুন্ডে বি.এম. কনটেইনার ডিপোতে বিস্ফোরণে অর্ধশতাধিক মৃত্যু এবং চার শতাধিক আহত হওয়ার জন্য দায়ীদের গ্রেপ্তার, বিচার এবং দৃষ্টান্ত্মমূলক শাস্ত্মির দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসাবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরের উদ্যোগে সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরের সম্পাদক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, রিপা-ব্যাটারী রিপা-ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রম্নমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স এ্যমপ্লয়িজ ফেডারেশনের আহবায়ক রাশেদুর রহমান রাশেদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যে সময়ে আন্তর্জাতিক শ্রম সম্মেলন চলমান এবং সেখানে প্রধান আলোচ্য বিষয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, সেই সময় সীতাকুন্ডের বি.এম কনটেইনার ডিপোয় অগ্নিকান্ড এবং বিস্ফোরণে অর্ধশতাধিক মৃত্যু এবং চার শতাধিক শ্রমিক-কর্মচারী, উদ্ধারকর্মী নিহত হওয়ার ঘটনা কর্মক্ষেত্রের নিরাপত্তাহীনতার চিত্রটি আবার সামনে এনেছে।
নেতৃবৃন্দ বলেন, ১৯৯০ সালে সাড়াকা গার্মেন্টস থেকে কর্মস্থলে মৃত্যুর যে মিছিল শুরু হয়েছিল শিল্প-প্রতিষ্ঠানের মালিকদের অত্যাধিক মুনাফালিপ্সা, রাষ্ট্রের মালিক তোষণ নীতি, এবং আইন বাস্ত্মবায়নে দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের কর্তব্য অবহেলা আর দুর্নীতির কারণে প্রাণহানীর সেই মিছিল আর থামছেনা।
তারা বলেন, জীবিকার জন্য এসে হাজার-হাজার শ্রমিকের জীবন হারানোর কারণে কোনো মালিক বা সংশ্লিষ্ট কোনো সরকারী কর্মকর্তা কে শাস্তি পেতে হয়নি। একটি পরিবারের স্বপ্ন কে পুড়িয়ে দিয়েও মাত্র ২ লাখ টাকা দিয়ে মালিক দায় থেকে অব্যহতি পাচ্ছে।
নেতারা বলেন, দেশের অর্থনীতি আর শিল্পের উন্নয়নের জন্য সকল ধরণের পণ্যের দাম বেড়েছে শুধু শ্রমিকের শ্রম আর জীবনের দাম বাড়েনি।
নেতারা বলেন, বি.এম. কনটেইনার ডিপোর মালিক কর্তৃপক্ষ ক্যমিকেল মজুদ করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করেননি। অপরদিকে তথ্য গোপন করেছেন। ফলে কনটেইনার বিস্ফোরণে এই মৃত্যুর জন্য অবশ্যই মালিক দায়ী।
মিরপুরে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর নিপিড়ন বন্ধ করে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং অবিলম্বে নিত্যপণ্যের বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে গার্মেন্টসসহ সকল শ্রমিক কর্মচারী কে মহার্ঘ্যভাতা প্রদানের আহবান জানান নেতারা।
Leave a Reply