বর্তমান নিউজ.কমঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ এর সভাপতি শাহাদাত হোসেন সাজনু নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সড়কে ডিআইটি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু।
এসময় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বলেন, বিএনপি শহীদ মিনারে ও অন্য সভা সমাবেশ এ গঠনমূলক বক্তব্য দিবে সেটা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করছে ও তাকে হত্যার হুমকি দিচ্ছে। বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যখন প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প গুলো দৃশ্যমান হচ্ছে ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নারায়ণগঞ্জের যুবলীগ যদি মাঠে নামে তাহলে বিএনপির কোন অস্তিত্ব থাকবে না। আমাদের নেতা শামীম ওসমান এর আদেশের অপেক্ষায় রয়েছি আমরা নেতা যেদিন থেকে আদেশ দিবে সেদিন থেকে খেলা শুরু হবে বলে দিলাম। মহানগর যুবলীগ অন্যায় আর দূর্নীতির বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন,১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ১৭নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply