নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাজ্জাক মিয়া (২৯) নামে এক যুবককের গলাকেটে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে যাত্রীবেশী দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার (২ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে মোহনগঞ্জ-মদন সড়কের আটপাড়া উপজেলার বাউসা নাম এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহত রাজ্জাক মিয়া মোহনগঞ্জ উপজেলার ৬ নং ইউনিয়ন আর্দশনগরে তার বাড়ি। সে উপজেলার ৫ নং ইউনিয়নের জয়পুর গ্রামের রংঙ্গু মিয়ার বড় মেয়ের জামাই। সেই সূত্রে রাজ্জাক তার শুশুর বাড়ি জয়পুর গ্রামে দীর্ঘদিন ধরে থাকতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা ৪৫ মিনিটের দিকে মোহনগঞ্জ উপজেলার জয়পুর থেকে মদনে যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত মাস্ক পরিহিত অবস্থায় এক যুবক জয়পুর বাজার থেকে রাজ্জাকের ভাড়ায় চালিত মোটরসাইকেলে ওঠে।
পরে মদন যাওয়ার রাস্থায় আটপাড়া উপজেলার বাউসা নামক স্থানে ওই যুবক রাজ্জাক মিয়ার গলায় ধারারো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় রাজ্জাকের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে রাস্তা দিয়ে যাওয়া লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্বজনরা থাকে রক্তাক্ত গলাকাটা আহত অবস্থায় মোহনগঞ্জ হাসপাতাল নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,রাজ্জাকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে আঘাতটি মারাত্মক। গলার অধিকাংশ শিরা বা ধমনী কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে খবর পেয়ে উক্ত ঘটনাস্থল মোহনগঞ্জ থানার পুলিশ এবং আটপাড়া থানার পুলিশ পরিদর্শন করেছেন তাৎক্ষণিক ভাবে আহতের জবানবন্দি নেয়া সম্ভব হয়নি তাই থানায় মামলা করা হয়নি।
Leave a Reply