আজমেরীবাগ কেন্দ্রীয় উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মিজানুর রহমান ও তার ছেলেকে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকীর প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে মীর মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, গত ২০২০ সালের এপ্রিল মাস থেকে আজমেরীবাগ কেন্দ্রীয় উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির পথ চলা শুরু হয়। কমিটির সভাপতি হিসেবে মডেল গ্রুপের কর্নধার মাসুদ ও সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নিযুক্ত করা হয়। কমিটির শুরু থেকেই আমরা নানা সামাজিক কাজ, অসহায় দুঃস্থদেরকে সহযোগিতা সহ মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সহ নানা উন্নয়নমূলক কাজ করে আসছি। এসব কাজগুলো আমরা প্রতিনিয়ত হুমকীর মধ্যেই করে আসছি।
তিনি আরও বলেন, গত ৩১ মে রাত অনুমানিক রাত পৌনে ১২টার দিকে আমি বাহির থেকে বাসায় ফেরার পথে আমার প্রতিবেশী আব্দুল আজিজ সাহেবের দোকানে বসে কথা বলার সময় সন্ত্রাসী বিপ্লব, জামান, দেলোয়ার (পন্ডিত) সহ অজ্ঞাত নামা ৩০/৪০ জন আমার উপর অতর্কিত ভাবে হামলা করে এবং আমার হাতে থাকা টাকার ব্যাগ, যাতে ৫ লক্ষ টাকা ছিল তা ছিনিয়ে নিয়া যায়। আমি বাঁধা দিলে আমাকে ছুড়ি ও অস্ত্রের ভয় দেখিয়ে ১নং বিবাদী কিল ঘুষি মারে এবং ২নং বিবাদী তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার পিঠে স্বজোরে আঘাত করলে নীলাফুলা জখম হয়। আমার চিৎকার আমার ছেলে মুশফিকুর রহমান (১৭) এবং আমার ছোট ভাই হাবিবুর রহমান (৪৩) আমাকে বাঁচাতে এগিয়ে আসলে ৩নং বিবাদী তার হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়া আমার ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে তার বুকে ঘাই মারতে গেলে আমার ছেলে উক্ত ঘাই বাম হাত দিয়া প্রতিহত করলে সেটা বাম হাতের কনুই এর উপরে লেগে গুরুতর রক্তাক্ত জখম করে এবং অজ্ঞাত নামা বিবাদীরা আমার ভাই ও ছেলেকে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং আমার ছেলের বাম হাতের একটি আঙ্গুল ভাঙ্গা সহ মাথার বাম পাশে লোহার রড দিয়ে আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়।
পরবর্তীতে আমি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে, আমার ছেলে এবং আমার ভাইকে উদ্ধার করেন এবং আমাকে ও আমার ছেলেকে জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নারায়ণগঞ্জে চিকিৎসার জন্য প্রেরণ করেন। আমি এ ঘটনায় জড়িত বিপ্লব সহ সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানাচ্ছি।
Leave a Reply