বর্তমান নিউজ.কমঃ
বন্দরে প্রায় দেড় লাখ টাকার (এলসি) পাথর চুরি করার অভিযোগ উঠেছে ছাত্র সমাজের নেতা ফয়সাল ও ছাত্রলীগের মিশুকের বিরুদ্ধে।
মহানগর ছাত্রসমাজের সাধারণ সম্পাদক ফয়সাল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিশুক বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর ভাগিনা। এর আগেও তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে।
জানা গেছে, নবীগঞ্জ কবরস্থানের সামনে থেকে গাড়ী যোগে পাথরগুলো ফরাজীকান্দাস্থ মিশুকের অফিসের সামনে নিয়ে রাখে, যা সরেজমিনে গিয়ে পাথরগুলো তাঁর অফিসের সামনে দেখা গেছে। এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ হয়েছে। তবে পাথর চুরির ঘটনায় এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলের প্রভাব খাটিয়ে এভাবে অপকর্ম করে যাচ্ছে।
সূত্র মতে, পাথর ব্যবসায়ী সাদ্দাম, বিল্লু ও মাসুদ ট্রাকযোগে পাথর এনে নাসিক ২৩নং ওর্য়াডস্থ নবীগঞ্জ বাগ এ জান্নাত সংলগ্ন রাস্তায় রাখে। এলসি( ৩/৪) ‘ ৬শ’ ৮০ ফুট পাথর ছাত্র সমাজের নেতা ফয়সাল আহমেদ, ছাত্রলীগের নেতা মিশুক, পিয়েল ওরফে জিপসি পিয়েল মিলে মঙ্গলবার গভীর রাতে টম টম গাড়ী যোগে চুরি করে নিয়ে যায়। দুলালের সহযোগিতায় উদ্বার করা হয়েছে। পাথরগুলো ফরাজীকান্দাস্থ মিশুকের অফিসের সামনে রাখে।
প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার পাথর চুরি হওয়ার ঘটনায় খোঁজ নিয়ে মিশুকের অফিসের সামনে পায়। পাথরের প্রকৃত মালিকরা পাথর আনতে গেলেও তা ব্যার্থ হয়। ছাত্র সমাজের ফয়সালের রয়েছে একটি বিশাল চোর সিন্ডিকেট। ফয়সালের বিরুদ্ধে রয়েছে পূর্বের আরো ২ টি চুরির অভিযোগ। বিশাল পরিমান পাথর চুরির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রলীগ নেতা মিশুকের অফিসের সামনে পাথর পাওয়া গেলেও তিনি ঘটনা জানেন না বলে জানান।
Leave a Reply