শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিনিয়ে এগিয়ে যেতে হবে। আজকে চতুর্থ শিল্প বিপ্লব একেবারেই দরজায় কড়া নাড়ছে। বিজ্ঞানমনস্ক হলেই চলবে না, বিজ্ঞান ব্যবহারে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের।
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি আয়োজিত নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেছেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের নতুন নতুন জ্ঞান সৃষ্টির দক্ষতা অর্জন করা প্রয়োজন। কারণ দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে নতুন নতুন দক্ষতা শিখতে হবে। যখনই নতুন নতুন দক্ষতার প্রয়োজন হবে তখনই শিখে নেব। সেই দক্ষতা শিক্ষার্থীর মধ্যে একেবারেই প্রথম থেকে যদি দিতে না পারি, তাহলে আমাদের বিশাল জনগোষ্ঠীকে বিশাল জনসম্পদে পরিণত করা যাবে না। সোনার বাংলা গড়ে তোলার জন্য যে মানবিক মানবসম্পদ গড়ার জন্য প্রয়োজন আজকে শিক্ষার সেই নতুন কারিকুলাম বাস্তবায়নের পথে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার প্রমুখ।
Leave a Reply