তারেক হোসাইন
চাঁদপুর প্রতিনিধিঃ
দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ সংবাদদাতা ও সাপ্তাহিক রূপান্তর বাংলা পত্রিকার নিজস্ব সংবাদদাতা, সাংবাদিক মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে গত ২৭ মে শুক্রবার রাত ৯ টায় মতলব মুন্সী হাট বাজারস্থ জামে মসজিদ সম্মুখে।
ঘটনার সুত্রে জানাযায়, ঘটনার দিন নজরুল মাষ্টারের সম্পত্তিগত বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান শামীম খানের সাথে মোঠ ফোনে বক্তব্য নেওয়া জন্য ফোন করলে বক্তব্য না দিয়ে তিনি সংবাদ কর্মি মেহেদী কে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার পরে সংবাদ কর্মি মেহেদীও ফোনে কিছুটা উতেজিত হয়ে কথা বলে রেখে দেন।
এর কিছুক্ষণ পর চেয়ারম্যান নির্দেশে ওয়াদুদ খান (৪০), সোহাগ আখন্দ(৩০),মহিফল(৫৫),শাহাদাত হাওলাদার( ৪১), জিকু হাওলাদার (৩৫)মাসুম পঠান সহ আরো অজ্ঞাত ১০/১২ জন মিলে মুন্সীর হাট বাজারে এসে অতবাদ কর্মি মেহেদী কে পেয়ে দেশিও অস্ত্র দিয়ে ও লাঠি দিয়ে বেদম মার ধর করে করলে সংবাদ কর্মি মেহেদী জ্ঞান হারিয় মাটিতে পরে যায়।
তার সাথে থাকা সনি কম্পানীর ডিএসএলআর ক্যামেরা, স্যামসাং গ্যালাক্সি মোবাইল, ছিকু ফাইভ হাত ঘড়ি, নদগ ২৭, ৭০০,টাকা নিয়ে যায়।
এদিকে জ্ঞানহারা অবস্থায়,হত্যা বা গুমের উদ্যেশে গাড়ীতে উঠিয়ে নিয়ে যেতে চাইলে স্থানীয় জনগন ও বাজার ব্যবসায়ীরা তাদের কাছ থেকে উদ্বার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করানো হয়।
এদিকে গত এই ঘটনায় মতলব দক্ষিণ থানার গত ২৯ মে একটি অভিযোগ দায়ের করেন।
বিভিন্ন গণমাধ্যমকে অবিহিত করা হয়, বিষয়টি সুস্থ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান স্থানীয় এলাকার সাধারন জনগন।
Leave a Reply