তৌফিক এলাহী
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস থেকে ১৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২
৩১ মে (মঙ্গলবার) সকাল সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী ২য় বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৩৩০ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন বাহদুরপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে আবু রায়হান (২৮) এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন হাবিবছড়ি গ্রামের মৃত- নুর উদ্দিনের ছেলে মোঃ সাঈদ (৩৩)।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড্রেন কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী ২য় বাইপাসে চেকপোস্ট স্হাপন করা হয়।চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি করে রায়হান ও সাঈদকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট,মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান,
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply