1. admin@sobsomoynarayanganj.com : admin : MD Shanto
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলিম ওসমানকে বিজয়ী করতে পূজা পরিষদের মতবিনিময় সভা বিএনপি-জামাতের অবরোধে বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে যুবনেতা আজমীর ওসমান ক্যান্সার আক্রান্ত রুবেলের এর চিকিৎসা দায়িত্ব নিলেন সালমা ওসমান লিপি বিএনপি-জামাতের দশম দফা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবিচল যুবনেতা আজমীর ওসমান নারায়ণগঞ্জে ৫টি আসনে ৩৮ জন প্রার্থীর বৈধতা ঘোষণা; ৭ জনের মনোনয়ন পত্র বাতিল আগুন সন্ত্রাসের বিরুদ্ধে একটানা রাজপথে অবস্থানে সারাদেশে প্রশংসিত যুবনেতা আজমীর ওসমান আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে হরতাল বিরোধী মটর শোভাযাত্রা শামীম ওসমান নৌকা পাওয়াতে বক্তাবলীতে আনন্দ মিছিল অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য’সহ ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব গোগনগরের সন্ত্রাসী কাশেম ও রানা অস্ত্র উদ্ধার চেয়ে সিআইডি র‍্যাবে অভিযোগ

জিয়াউর রহমানর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ না’গঞ্জ মহানগর বিএনপির উদ্যাগ দিন ব্যাপী নানা আয়াজন

  • আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৮০ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ তার রুহর মাগফরাত কামনায় মহানগর বিএনপির উদ্যাগ মিলাদ দায়া ও রানা করা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির উদ্যাগ দিনভর নানা কর্মসূচি পালন করা হয়।

সামবার (৩০ ম) বলা ১২ টায় প্রথম নগরীর মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির উদ্যাগ মিলাদ দায়া ও অসহায়দর মাঝ রানা করা খাবার বিতরণ করন সংগঠনটির নেতৃবৃন্দ।
পর বিভিন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির উদ্যাগ দিনভর নানা কর্মসূচিত অংশগ্রহন করন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও বাদ আছর মহানগর বিএনপির অস্থয়ী কার্যালয় মাদ্রাসার শিক্ষার্থীদর দিয় কারআন খতম ও মিলাদ দায়ার আয়াজন করা হয়।

এদিক দুপুর নগরীর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর যুবদল নতা ফয়জ উল্লাহ সজল, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন শখ, ১৬ নং ওয়ার্ড মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক ও মহানগর স্বছাসবক দলের সহ-সভাপতি মাকিদ মাস্তাকিম শিপলু,

মহানগর যুবদলর আহবায়ক মমতাজ উদ্দিন ম, ১৮ নং ওয়ার্ড মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, ২৫ নং ওয়ার্ড কামরুল হাসান ছাউদ চুনুর উদ্যাগ আয়াজিত মিলাদ দায়া ও অসহায়দর মাঝ রানা করা খাবার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলন মহানগর বিএনপির নতবদ।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলন, মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হাসন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সটু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, মনিরুজ্জামান মনির,

যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, আওলাদ হাসন, পরিবশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, সাস্থ বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, এনামুল হক রামান, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম,

মহানগর যুবদলর আহবায়ক মমতাজ উদ্দিন ম, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, মায়াজ্জম হাসন মটি, জলা মহিলা দলর সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলর সভাপতি দিলারা মাসুদ ময়না, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার সুলতানা, মহানগর শ্রমিক দলর আহবায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হাসন,

মহানগর বিএনপি নতা হাজী তাহর আলী, ফরদসুর রহমান, শওকত আলী লিটন, আল আরিফ, মানিক বপারী, খাকন মিয়া, তাওলাদ হাসন, আলী হাসন, হাফজ সিবির আহমদ, মহানগর স্বছাসবক দলর প্রচার সম্পাদক দুলাল হাসন, সহ-কষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, মাসুদ রানা, রাবী, ফারুক, জাহিদ সহ বিভিন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Bartoman News
Theme Customized By Theme Park BD