বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর (ভূঁইয়া বাড়ি) এলাকায় আহম্মেদ আদনান ভূঁইয়া নামে একটি শিশু নিজ বাড়ির নিকট পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে।
শিশুটির বয়স সাড়ে ৩ বছর ও সে স্থানীয় এলাকার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, (২৭ মে) শুক্রবার বিকেল থেকে আদনানকে খুঁজে পাওয়া যাছিলো না। পরে বিষয়টি মাইকিং করা হয় এবং আশেপাশে পুরো এলাকায় তার খোঁজ করা হয়। বাড়ির নিকট পুকুরের ধারে আদনানের ব্যবহৃত পায়ের ১টি স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। তার সূত্র ধরে রাত ৯টার পর পুকুরের পানিতে নেমে স্থানীয়রা খোঁজাখুঁজি করলে পানিতে ডুবন্ত অবস্থায় তার নিথর দেহটির খোঁজ মিলে। পরে মদনপুর মা হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply