চাঁদপুরের মতলবে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধে গুঁড়িয়ে দেয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের ভ্রাম্যমাণ আদালত সেখানে উচ্ছেদ অভিযান চালায়।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সেচ প্রকল্পের ৬০ কিলোমিটার বাঁধের ৫ কিলোমিটার করে প্রতিদিন উচ্ছেদ কার্যক্রম চলবে। উচ্ছেদের পূর্বে অবৈধ দখলে থাকা ২ হাজার ৩৫০ জনকে নোটিশ ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। আদালতের নির্দেশে ইছামতীতে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ
এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বালু ব্যবসা পরিচালোকারী ১২৫ জনকেও নোটিশ করা হয়।
এ সময় উদমদী পাম্প হাউস সংলগ্ন এলাকা থেকে সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ্ উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
Leave a Reply