মুন্সীগঞ্জের শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া বাজারের অভিযান পরিচালিত হয়। এসময় বাজারের সাইদ ও সেলিম স্টোর নামে দুটি প্রতিষ্ঠান থেকে এসব তেল উদ্ধার করা হয়।
অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ মজুদ ও গায়ের মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ সমকালকে এসব তথ্য জানান।
তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে শ্রীনগর কোলাপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেলিম স্টোর থেকে ২২০০ লিটার ও সাঈদ স্টোর থেকে প্রায় ১৮০০ লিটার তেল উদ্ধার করা হয়।
মজুদ রেখে গায়ের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে উদ্ধারকৃত সয়াবিন তেল নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।
Leave a Reply