বর্তমান নিউজ.কমঃ
ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং দমনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকা, ছাত্র,ছাত্রী গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৬ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আমি সবার আগে আপনাদের সহযোগিতা চাই, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং দমনে আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনাদের সন্তানরা কি করছে কার সাথে বাজে পথে যাচ্ছে নাকি সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা কেউ জঙ্গিবাদে জরিয়ে পরো না। অন্য ছেলে মেয়েদের মতো বাজে কিছুতে জরিয়ে না পরে ভালো কিছু করো মা বাবার কথা সুনে চলো তাহলে আমরাও তোমার পাশে থাকবো। আমরা পুলিশ খারাপ লোকের জন্য খুব খারাপ আর ভালো মানুষের জন্য আমরা সব সময় ভালো তাই আপনারা সব সময় আমাতের পাশে থাকবেন। যে কোন বিষয়ে আমারে আমাকে একটি ফোন দিবেন দেখবেন আমি কি করি। মাদক থেকে দুরে থাকতে হবে। একজন মাদকসেবী পুরো সমাজের জন্য অভিসাব।
বিশেষ অতিথি বক্তব্যে, ফতুল্লা থানার ওসি, শেখ রিয়াজুল হক দিপু বলেন, আমরা অনেক দুর থেকে এসে আপনাদের জন্য আমরা কাজ করি, আমি সকল অভিভাবকরা যদি আপনার সন্তানে প্রতি খেয়াল রাখতে হবে। যাদে আপনার ছেলে ও মেয়ে খারাপ পথে না চলে যায়। আপনার সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে আপনাদের পরিবারটি নষ্ট হয়ে যাবে। আপনার ছেলে দের হোন্ডা কিনে দিবেন না আর আপনার ছেলে মেয়েকে কখনোই বাড়ির বাহিরে রাতে থাকতে দিবেন না। আমি এখানে নতুন আমাকে একটু সময় দিন তার পরে দেখবেন আমি আপনাদের জন্য কি করি এমন কাজ করে দিয়ে যাবো যাতে ফতুল্লা বাসী আমাকে অনেক দিন মনে রাখবে।
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সভার, সভাপতিত্বে করেন মোঃ সিদ্দিকুর রহমান তিনি বলেন, আমি সব সময় ভালো কাছের পাশে আছি ও আমার প্রানের প্রিয় ছাত্র ছাত্রীদের সাথে আছি। যাতে তারা ভালো কিছু করতে পারে। আমাদের স্কুলের কোন ছেলে মেয়ে বাজে কাজে সাথে লিপ্ত না হয় সে দিকে আমি খেয়াল রাখি সব সময়। আপনাদের যে কোন সমস্যা পুলিশের সহযোগিতা চাই যাতে সবাইকে নিয়ে আরো ভালো কিছু করতে পাড়ি।
সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল আউয়াল,প্যানের চেয়ারম্যান ফতুল্লা ইউনিয়ন পরিষদ। মোঃ আব্দুল বাছেদ রতন বিশিষ্ট সমাজ সেবক ও ইসদাইর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply