নেত্রকোণা প্রতিনিধিঃ
“দেশে আমরা দশের তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় সফলতার সাথে ৯ বছর অতিক্রম করে ১০ম বর্ষে পদার্পণ করলো চ্যানেল 24 টিভি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সকালে (২৪ মে) চ্যানেল 24 টিভির নেত্রকোণা প্রতিনিধি হানিফ উল্লা আকাশ সঞ্চালনায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি, বাংলাদেশ আওয়ামীলীগ সহ- সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু মনসুর আহমেদ, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড নেত্রকোণা জেলার সভাপতি অধ্যাপক অমর ফারুক ও জেলার রাজনৈতিক,সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে অনুষ্ঠানে বক্তারা চ্যানেল 24 টিভির বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply