চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের শতবর্ষী বৃদ্ধ মোঃ মোস্তফা রেজা শেখ কে হত্যার উদ্দেশ্যে ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে মাদকাসক্ত মাইনুদ্দিন শেখ নামের যুবক।
মঙ্গলবার ২৪ মে সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের শেখ বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। দুপুরে আহত বৃদ্ধ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিকেলে চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ রাশেদুদজামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাইনুদ্দিন সকালে নেশা করার জন্য বৃদ্ধ মোস্তফা রেজার কাছে এসে ছেলের বন্ধ ঘরের চাবি চায়। বৃদ্ধ মোস্তফা ঘরের চাবি দিতে পারবে না বললে মাইনুদ্দিন তাকে ধাক্কা দিয়ে প্রথমে গালমন্দ করে, পরে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে বৃদ্ধের ডাক চিৎকারে তার ছেলে ইসমাইল শেখ, নাতি ইব্রাহিম ও জোবায়ের এগিয়ে আসলে মাইনুদ্দিন, তার ভাই সুমন শেখ ও মা নূরজাহান বেগম দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকেও মারধর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুদ্দিন আগে ঢাকায় থাকতো। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়নগঞ্জে একাধিক মামলা রয়েছে। মামলার ভয়ে সে এখন এলাকায় এসে প্রকাশ্যে অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখায়। সে এলাকায় মাদক সেবন ও বিক্রয় করে। সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ট।
পুলিশ ঘটনাস্থলে গেলে মাইনুদ্দিন বাড়ি থেকে বের হয়ে তার ব্যবহ্নত মোবাইল ফোনটি বন্ধ করে ফেলে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
আহত বৃদ্ধ মোঃ মোস্তফা শেখ জানায়, বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।
Leave a Reply