নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় আজ ভোরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন বাসের চালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে চল্লিশা এলাকায় ঢাকা গামী ধান বোঝাই একটি ট্রাকের সাথে চট্রগ্রাম গামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চালক ঘটনাস্থলেই ও সুপারভাইজারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রাখা আছে।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ভেতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকটি অতিরিক্ত ধান বোঝাই থাকার কারণে উদ্ধার করতে সময় লাগছে। ময়মনসিংহ থেকে রেকার আনা হচ্ছে। আশাকরি দ্রুত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে।
নেত্রকোণা মডেল থানার এস আই জহুরুল ইসলাম দুই জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
Leave a Reply