নারায়ণগঞ্জের ফতুল্লায় মো,বশির খান (৩৫) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার শাহী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো. বশির খানকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. বশির খান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার কুতুবপুর শাহী মহল্লার মৃত আনসার খানের ছেলে।
র্যাব জানায় গ্রেপ্তারকৃত মো. বশির খান আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply