চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড়ের ধুম পাড়া এলাকায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
নিউটন দাস সমকালকে বলেন, ‘এখনও আগুন নেভানোর কাজ চলমান আছে। আগুন লাগা অংশ থেকে একটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানাব।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নগরের ইপিজেডের কলসি দীঘির পাড়ে কয়েকটি দোকান ও বসতঘরে সকাল সোয়া ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাদের তিনটা ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হতে পারিনি।
তিনি বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।
Leave a Reply