ইউক্রেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে কিয়েভকে হেলমেট ও প্রতিরক্ষামূলক পোশাক পাঠিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ আমাদের কাছে হেলমেট ও ভেস্ট চেয়েছিল। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির জরুরি ও বেসামরিক সংস্থার জন্য দুই হাজার হেলমেট ও ৫০০ প্রতিরক্ষামূলক পোশাক সরবরাহ করা হয়েছে।
এ ধরনের সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ গত মাসে বলেছিলেন, তিনি হেলমেট ও ভেস্ট সরবরাহ করার অনুমোদন দেবেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে আলোচনার পর গান্টজ এ প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে ২৪ ফেব্রুয়ারি। এর পর থেকে ইসরায়েল নানাভাবে দুপক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply