বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ সদর থানা পুরান সৈয়দপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগর এর বাড়িতে হামলা ও ভাংচুর চালান রানা বাহিনী।
মঙ্গলবার সকাল ১০টায় এঘটনা ঘটে, রানার সাথে দীর্ঘদিন যাবৎ নির্বাচন ও জমিজমা সংক্রান্তে বিরােধ চলিয়া আসিতেছে। বিরােধের জের ধরে প্রায়ই আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর সহ শ্বারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছে। রানা গত ১৫/০৩/২০২১ইং তারিখে আমাকে মারধর করে ও আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে আমি সরে গেলে গােগনগর ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের পায়ে গুলি লাগে। যাহার
প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং- ০১, তারিখ। কিন্তু এখনো সে পিস্তল উদ্ধার করতে পারিনি পুলিশ।
আজকে সকালে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে আমাকে প্রানে মেরে ফেলার হুমকি প্রধান করে অল্পের জন্য রক্ষায় পায় আমার ছোট ভাইয়ের ৯মাসের মেয়ে, তাই নারায়ণগঞ্জ সদর থানা একটি অভিযোগ দায়ের করেছি।
নারায়ণগঞ্জ সদর থানায়, নাজমা বেগম (৪৯), স্বামী-গােলাম হােসেন, থানায় অভিযোগে আসামি করা হয় ১। মােঃ খলিল (৫২), পিতা- মৃত লাল মিয়া, ২। আক্তার (৫১), পিতা- মৃত চান মিয়া, ৩। আঃ জলিল (৬৫), পিতা- মৃত লাল মিয়া, ৪। রানা (৩২), পিতা- আঃ জলিল, ৫। বাবু (৩৫), পিতা- মােঃ খলিল, ৬। সােহেল (৩৬), পিতা- আঃ জলিল, ৭। মােহসিন (২৬), পিতা- মােঃ খলিল, ৮। জিসান (২৬), পিতা- মােঃ আক্তার,
এসময় নূর হোসেন সওদাগর বলেন, আমার ও আমার পরিবারের উপরে যে হামলা ও আমার বাড়িতে ভাংচুর করা হয়েছে তার বিচার চাই আমি। এর আগে আমাকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে তা গিয়ে মেম্বারের শরীরে লাগে তার বিচার এখনো হয় নাই। নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান সাহেব কে আমি জানিয়েছি তিনি বর্তমান চেয়ারম্যান ফজর আলীকে ফোন দিয়ে এসব জামেলা সব মিট করতে বলেছে। কিন্তু রানা ও তার ভাইয়েরা চেয়ারম্যান এর কথা না শুনে তারা আমার পরিবারে হামলা করেছে। আমি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর সহযোগিতা চাই ও এ ঘটনার শুষ্ট বিচার চাই যাতে আমি আমার পরিবার নিয়ে বাসায় শান্তিতে থাকতে পাড়ি।
গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজর আলী বলেন,আমার সবাইকে শান্ত থাকতে বলেছি তারা কেউ আমার কথা সুনে না। এমপি সেলিম ওসমান সাবেক আমাকে বলেছে যাতে আমি তাদের মিলিয়ে দেই। কিন্তু তারা যদি আমার কথা না সুনে তাহলে আমি কি করবো।
Leave a Reply