তৌফিক এলাহী, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সিজু মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে উত্তর শ্যামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত সিজু ঐ গ্রামের মোফাজ্জ্বল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঐ গ্রামের সাবেক ইউপি সদস্য দুলা মিয়ার স্ত্রী বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় সিজু মিয়া পার্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে যাওয়ার সময় তাকে সহযোগীতার জন্য ঘরের মধ্যে ষ্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে যান। ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে ঘটনাস্থলে মারা যান সিজু।
এব্যাপারে নিহতর মা শিউল বেগম বলেন, নদীতে গোসল করতে যাওয়ার সময় সিজু তার ফুফুকে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, সন্ধ্যায় দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply