বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক কে ফুলদিয়ে শুভেচ্ছা জানান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগ সভাপতি, মীর সোহেল আলী ও যুবলীগ নেতা তরুন খন্দকার।
সোমবার ১৬মে সকালে ফতুল্লা মডেল থানায় এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
শেখ রিজাউল হক এর আগে সাবেক ওসি রকিবুজ্জামান ফতুল্লা মডেল থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
রিজাউল হক ওরফে শেখ দিপু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার টুঙ্গিপাড়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক শেখ ইকরামুল হক নান্না মিয়ার ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী শেখ দিপু ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন।
এর আগে তিনি মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, সোনারগাঁ, মুন্সীগঞ্জের লৌহজং, ধামরাই, আশুলিয়া, সিরাজদীখান ও সর্বশেষ টাঙ্গাইলের মির্জাপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
Leave a Reply