আবারও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বন্দর থানার এস আই আবুল খায়ের।
মঙ্গলবার (১৭মে) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের র্কাযালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়।
আইন শৃংখলা, সন্ত্রাস, অস্ত্র ও মাদক উদ্ধার ও শ্রেষ্ঠ মামলা তদন্তকারী হিসেবে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য সেরা পুলিশ অফিসার নির্বাচিত হন তিনি।
পরে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রধান করেন।
নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জায়েদুল আলম এবং আমার সকল সহকর্মী ও সকল সিনিয়র স্যারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্দর থানার এস আই আবুল খায়ের। এবং যাদের অকৃতিম ভালবাসা, সহযোগিতা এবং সঠিক দিক নির্দেশনায় দায়িত্ব পালন সহজ হয়েছে। তাদেরকেও বিশেষভাবে কৃতজ্ঞতা জানান। সেই সাথে আমার কর্মক্ষেত্রের সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুসহ সকল জন প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply