বর্তমান নিউজ.কমঃ
সিদ্ধিরগঞ্জ থেকে হেরোইন ও গাঁজাসহ নাজিম উদ্দিন (২৪) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ২৮ পুরিয়া হেরোইন ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।
রোববার (১৫ মে) রাতে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনি এলাকার মৃত. আবুল কাশেমের ছেলে নাজিম উদ্দিন (২৪)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তিনি বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মশিউর।
Leave a Reply