রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫৬ জন মাদক কারবারি ও ক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার সকাল সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, আটকদের কাছ থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা, ৫৪ কেজি ৮৯৭ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৯টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
Leave a Reply