তৌফিক এলাহী, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধনুট উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
১৫ মে( রোববার) দুপুর পৌণে ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলাধীন চরখুকশিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে হাতেনাতে ২ কেজি ও মাটির নিচে পুঁতে রাখা ড্রাম থেকে ৭ কেজিসহ মোট ৯কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চরখুকশিয়া এলাকার জগত জামালের ছেলে আব্দুল জলিল(২২) এবং একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে আবু বক্কর(৪০)। এদের মধ্যে বিরুদ্ধে আবু বক্করের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
বগুড়া ডিবির (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দুই কেজি গাঁজসহ আব্দুল জলিল ও আবু বক্করকে গ্রেফতার করা হয়। পরে আবু বক্করের দেওয়া তথ্যে মোতাবেক তার বাড়ি থেকে মাটির নিচে পুতে রাখা ড্রাম থেকে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি সাইহান আরও জানান,গ্রেফতারকৃত দুইজই পেশাদার মাদক ব্যবসায়ী। ওই দুই জনের বিরুদ্ধে ধনুট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দুপুরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply