তৌফিক এলাহী,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি পুকুরে একদল কিশোর গোসল করতে নেমে পেয়েছে প্রায় ১৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি।
১৪ মে (শনিবার) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুর পাড়া গ্রামের একটি পুকুরে এলাকার একদল কিশোর গোসল করতে গিয়ে এই মূর্তিটি পেয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ মূর্তিটি তাদের হেফজতে নিয়েছে।
জানা যায়, উপজেলার আশেকপুর ইউনিয়নের তালপুকুর পাড়া গ্রামের একটি পকুর পত্তন নেন ওই এলাকার আব্দুল করিম নামে এক ব্যক্তি। তিনি কয়েক বছর যাবৎ ওই পুকুরে মাছ চাষ করছিলেন। পুকুরটি বেশ কয়েক বছেরে খনন না করায় ভরাট হয়ে যায়।
চলতি বছরের পুকুটি সংস্কার করা হয়। কিন্ত কয়েক দিনে বৃষ্টিতে পুকুটি পানিতে ভরিয়ে যায়। শনিবার দুপুরে স্হানীয় একদল কিশোর ওই পুকুরে গোসল করছিল। একপর্যায়ে জিয়াউর রহমানের ছেলে রাকিবুল তার পায়ের সাথে শক্ত কিছু একটা অনুভব করে। বিষয়টি তার সঙ্গে গোসল করতে নামা অন্যদেরকে জানালে তারা সকলে মিলে পানির নিচে থেকে ওই শক্ত বস্তুটি টেনে তুলে দেখে সেটি একটি মূর্ত।
সংবাদ পেয়ে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্হলে গিয়ে বিকাল ৫টার দিকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেন।
বিষয়টি থানার এসআই শামীম হাসানের জানতে চাইলে তিনি জানান, প্রায় ১৫ কেজি ওজনে ১৬ইঞ্চি দৈর্ঘ এবং ৮ ইঞ্চি প্রস্হপর একটি বিষ্ণু মূর্তি।
তিনি আরও জানান,এটি সিমেন্টের তৈরি বিষ্ণ মূর্তি বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply