বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দরে সাবদী এলাকায় প্রকাশ্যে সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামী মাসুদ প্রধানের নেতৃত্বে পিস্তল বের করে আতঙ্ক সৃষ্টি বাড়িঘর ভাংচুর ও হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব।
শনিবার (১৪ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (১৩ মে) দিনগত রাতে একরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বন্দরের মো. জসিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৭), নয়ানগর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মাসুদ (৩৭) ও কল্যাণদি এলাকার নিয়ামত আলীর ছেলে শেখ সোহান (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি ও চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিলো।
Leave a Reply