তৌফিক এলাহী, বগুড়া প্রতিনিধিঃ
“বগুড়া জেলা রক্তদান ফাউন্ডেশন” বগুড়া জেলায় অসহায় -দরিদ্র মানুষের ভরসার নাম। কারো বিপদে তড়িৎবেগে ছুটে যান সংগঠনের সেচ্ছাসেবীগন। আর্ত-মানবতার সেবায় যারা সদা প্রস্তুত। এমন একদল তরুণ উদ্দ্যামি সেচ্ছাসেক এর প্রানের সংগঠনের আজ এক বছর পূর্তি হলো।
এ উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফাউন্ডেশনটির উপদেষ্টা জনাব আবু সাঈদ ও শাহাদাত হোসেন এবং জনাব তুহিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পরিচালা রাসেলা আহমেদ রাসেস এর পরিচালনায় সদস্যদের সাথে উপস্থিত মেহমানদের নিয়ে জামিল শপিং কমপ্লেক্স হতে সাতমাথা পর্যন্ত শান্তিপূর্ণ র্যালি সম্পন্ন করা হয়।
র্যালি শেষে সকলে দারুল উলুম হামিউচ্ছুন্নাহ ক্বওমী মাদরাসা একত্রিত হয়। এখানে সম্মিলিতভাবে মানবজাতির কল্যানে দোয়া,সকলের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু কামনা করা হয়৷
অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক রাসেল আহম্মেদ রাসেদ, অর্থ সম্পাদক শামীম খান,সহ-অর্থ-সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ রফিক মিয়া, সিনিয়র সদস্য মোঃসুজন, মোঃ খোকন,শফিকুল ইসলাম, রাজু আকন্দ, শাকিল আহমেদ সহ বগুড়া জেলা রক্ত দান ফাউন্ডেশন এর অন্যান্য সদস্যবৃন্দ ।
Leave a Reply