বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।
এর আগে জেলা পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আনোয়ার হোসেন।
(১২ মে) বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহামুদুর রহমান কাছ থেকে প্রশাসকের দায়িত্ব বুঝে নেন সদ্য বিদায়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন।
নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন ও মিসেস রাজিয়া সুলতানা আনোয়ারকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহামুদুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী কাঞ্চন পালিত ও প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান।
এসময় আরো ফুলেল শুভেচ্ছা জানান, বিদায়ী সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া, মোস্তফা চৌধুরী, ফারুক হোসেন, হাজী আলাউদ্দিন, মোস্তাফিজুর রহমান মাসুম, মুজিবুর রহমান, মাহবুবে এ রোমান, অ্যাডভোকেট নূরজাহান, কবিতা, শিলা রানী পাল। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরজু রহমান ভুইয়া, কার্যকরি সদস্য শামসুজ্জামান ভাষানী, সে সময় শুভেচ্ছা বিনিময় করেন তারাপদ আচার্য।
আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অসুস্থতা থাকা অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করে ছিলেন। নির্বাচিত হওয়ার পর আমি সততা সাথে চেষ্টা করেছি সঠিক দায়িত্ব পালন করে জেলা পরিষদের উন্নয়নের ছোয়া সারা নারায়ণগঞ্জে ছড়িয়ে দিতে। ইতিমধ্যে আপনারাই বলেছেন, আনোয়ার হোসেন জেলা পরিষদ কি? নারায়ণগঞ্জে পরিচিত লাভ করতে পেরেছেন। ১৩১ বছরের পুরাতন এই জেলা পরিষদ, এর মধ্যে অনেক উন্নয়ন করেছে, কিন্তু জেলা পরিষদের নাম কোথায় ছুইতে পারে নাই। আমি দায়িত্ব নেয়া পর সকল সদস্যদের সম্মতিতে বলেছিলাম, যেখানে জেলা পরিষদের উন্নয়ন হবে সেখানে জেলা পরিষদের সাইনবোর্ড থাকতে হবে। এরই মধ্যে রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ বন্দর ও সিটি এলাকায় জেলা পরিষদের উন্নয়ন চারিদিক ছড়িয়ে পড়েছে। মসজিদ মন্দিরে আমি দায়িত্ব থাকা অবস্থায় ভবন সহ বিভিণ্ন উন্নয়ন করেছি।মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো কাজ করার জন্য এই জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছেন।
উল্লেখ্য, ১৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন। এর দশ দিন পর ২৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপন জারি মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি। তারই ২৪ দিন পর জেলা পরিষদে দ্বিতীয় দফা দায়িত্ব নিলেন আনোয়ার হোসেন।
Leave a Reply