নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদে দুনিয়াবি কথা বলাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা শাহ মোয়াজ্জেম মিন্টুকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিল মনিরুজ্জামান মধুর বিরুদ্ধে।
গত ৬ মে শুক্রবার সোনারগাঁও পৌরসভার ভট্টপুর মসজিদে জুম্মার নামজের সময় এ ঘটনা ঘটে। এঘটনায় মিন্টু বাদী হয়ে শুক্রবার রাতেই সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহ মোয়াজ্জেম মিন্টু শুক্রবার মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যায়। মসজিদের ভিতর উশৃঙ্খল ভাবে মাসুম বিল্লাহ, টিপু ও হিরাসহ কয়েকজন লোক মিলে দুনিয়াবি কথা বলছিল। এসময় মিন্টু মসজিদে দুনিয়াবি কথা বলায় বাধা দিলে তারা আওয়ামীলীগ নেতা মিন্টুকে অকথ্য ভাষায় গালাগালি ও মসজিদের ভিতরেই প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেয়।
আওয়ামী লীগ নেতা মিন্টু জানান, মাসুম বিল্লাহ, টিপু ও হিরা পূর্ব শত্রুতার জের ধরে জুম্মার দিনে আমাকে মসজিদের ভিতরে মজলিসে গালাগালি, প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেয়।
তিনি আরও জানান, তারা এলাকার কাউন্সিলর মনিরুজ্জামান মধুর পালিত বাহিনী। তাই আমি জীবনের নিরাপত্তার জন্য আমার পরিবারের মতামত নিয়ে থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।
সোনারগাঁও পৌরসভা ৯ নং ওয়ার্ড’র কাউন্সিলর মনিরুজ্জামান মধু মসজিদের ঘটনাকে স্বীকার করে বলেন, মসজিদে মাইক না থাকায় ভেতরের বয়ান শুনা না যাওয়ার কারনে বারান্দায় বসে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু আমাদের বিরুদ্ধে মিন্টু যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। আমার ও আমাদের সম্মান নষ্ট করতে একটি মহল মিন্টুকে লেলিয়ে দিয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় উদ্ধবগঞ্জ কুশিয়ারা মার্কেট হইতে লাহাপাড়া পর্যন্ত রাস্তা তৈরিতে নিন্মমানের সামগ্রী ব্যবহার করার প্রতিবাদ ও এলাকায় কালভার্টের দাবী করায় ওই এলাকার মরহুম মনির উদ্দিন মেম্বারের ছেলে শাহ মোয়াজ্জেম মিন্টুকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মধু ও মাসুম বিল্লাহ। মূলত এরই জের ধরে মসজিদে পুনরায় তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় আওয়ামীলীগ নেতা মিন্টু অভিযোগ করেন।
Leave a Reply