ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ব্যবসায়ী-হকারদের ‘সংঘর্ষের সূত্রপাতকারী’ দুই জন দোকান কর্মচারী ওয়েলকাম ফাস্টফুড কর্মচারী মো. কাওসার (৩০) ও মো. বাবু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় অভিযুক্ত মো. কওসার ঢাকার নবাবগঞ্জের বন্দুরার মো. নজরুল ইসলাম খোকনের ছেলে এবং মো. বাবু হোসেন শরিয়তপুরের ডামুড্ডা থানার চরমারগাওয়ের মো. আব্দুল সালামের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল বিকেল ৫টার দিকে ওয়েলকাম ফাস্টফুড এর বাপ্পি এবং ক্যাপিটাল ফাস্টফুড এর কাওসার ও বাবুর সঙ্গে ইফতারের টেবিলপাতা নিয়ে ঘটনার সূত্রপাত হয়, যা সিসিটিভির ফুটেজে দেখা যায়। এ নিয়ে ১৯ এপ্রিল সকাল থেকে দিনভর দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুইজন নিহত হন।
Leave a Reply