বর্তমান নিউজ.কমঃ
জেলা গােয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ বােতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যব্যয়ী গ্রেফতার হয়েছেন।
সােমবার (৯ মে) সকাল সােয়া দশটায় রূপগঞ্জের কালনী বাজারের বাবুলের চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতার দু’জন হলেন-সােনারগাঁয়ের চর কামালদী এলাকার নুরে আলমের ছেলে শরীফ (২৮) ও কলতাপাড়া এলাকার শহীদুল্লাহর ছেলে আলমগীর (৩৫)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিবি৷
এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছে বলে জানিয়েছে জেলা পুলিশ৷
Leave a Reply