বর্তমান নিউজ.কমঃ
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের ২নং ঢাকেরশ্বরীর ধনকুন্ডা এলাকায় কলি নামের এক গৃহবধুর হত্যাকারী স্বপন ও কামালের ফাঁসির দাবিকে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৯ই মে) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এলাকাবাসী ও নিহতের আত্মীয়স্বজনরা এ মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনের নিহত কলির মা ইয়াসমিন আক্তার জানান, আমার মেয়ের জামাই স্বপন প্রতিদিন আমার বাসায় কলিকে রেখে মাছ ধরতে যেত। কিন্তু ৩০শে অক্টোবর রাতে আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বালিস চাপা দিয়ে মেরে আবার আমাকেই ফোনে বলে কলির শরীর নাকি নিলা হয়ে গেছে। তখন আমি আসতেছি বললে আমাকে ছাড়াই ভিক্টোরিয়া হাসপাতালে চলে যায়। আমি চাই আমার মেয়েকে স্বপন ও তার ভাই কামাল মিলে হত্যা করেছে। তাদের ফাসি দাবি জানাই।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত কলির মামা সোহাগ, পলাশ, ৮ বছরের ছেলে সন্তান আয়ান সহ এলাকাবাসী।
Leave a Reply