ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নে খড়ি বাড়ি গ্রামে মুজিব শত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের দেওয়া আশ্রয় কেন্দ্রের অসহায় মানুষের মধ্যে হুমকি প্রদান করা সহ কিচ্ছু কুচক্রী মহল চাঁদা দাবি করে নইলে ঘরে থাকতে পারবেন না এবং সেই কুচক্রী মহল ভূয়া তথ্য দিয়ে আশ্রয় কেন্দ্রকে কুলশিত করার চেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মমিন বলেন, প্রায় অপরিচিত লোকজন এসে চাঁদা দাবি সহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে।
আর জনি নামের নিজাম বলেন,এখানে কিছু কুচক্রী মহল আমাদের আশ্রয় কেন্দ্রে এসে লোকজন কে জোর পূর্বক বলে বলে বলেন কাউকে আমি টাকা দিয়েছি । না হলে নাকি ঘর থাকবে না। আমাদের কাছে টাকা দাবি করে তাহলে নাকি আমাদের ঘর থাকবে।
তিনি আরও বলেন, আশ্রয় কেন্দ্রে টাকার বিনিময়ে একজন মেম্বার সচ্ছল পরিবার কে ঘর নিয়ে দিয়েছেন তারা তো ঘরে একদিনও থাকে নি তাই তাদের ঘর বাতিল করা হয়েছে এখন সেই ইমান মেম্বার তাদের সাথে যোগাযোগ করে সাংবাদিক দিয়ে চাঁদা দাবি করছে।
মমিন বলেন, সবুজ একজন অবিবাহিত ছেলে সে শুরুতে আশ্রয় কেন্দ্রে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় একবছর পরে আবার একটি কুচক্রী মহলের সহযোগিতায় ঘরের জন্য বিভিন্ন সংবাদ কর্মীকে মিথ্যা তথ্য প্রদান করেন। আর রহিমা নামের মহিলা একজন সচ্ছল পরিবার। তারা কোন দিন এই আশ্রয় কেন্দ্রে থাকেনি।
আরেক বাসিন্দা বানু বলেন যারা অভিযোগ করছে যে তাদের কাছে মিজানুর ও কুদরত টাকা নিয়েছে বা টাকা দাবি করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সেই লোক গুলো তো কখনো আশ্রয় কেন্দ্রে থাকে নি আর জনি একজন সচ্ছল তার স্ত্রী বিদেশ প্রবাসী।
এ বিসয় স্থানীয় মিজানুর রহমান বলেন, যারা ঘরে থাকে না তাদেরকে বাদ দিয়ে এসিলেন্ড স্যার নতুন লোক কে ঘরে তুলে দেন এতে করে বাতিল কৃত লোকজন একটি কুচক্রী মহলকে ভারা করে নিয়ে আসে এবং এখানে লোকজনের কাছে টাকা দাবি করে আমি এই চাঁদাবাজ কুচক্রী মহলের বিচার চাই।
Leave a Reply