রাজধানীর গুলিস্থানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের তত্ত্বাবধানে সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের নেতৃত্বে এ অভিযান চলে।
ডিএসসিসি জানায়, রাস্তা, ফুটপাত ও ডিএসসিসির মার্কেটের জায়গা দখল করে এসব স্থাপনা ও দোকানপাট গড়ে উঠেছিল। সেগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু এভিনিউয়ে হকার্স মার্কেটে বৈধভাবে বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের অনুরোধে সেখানে নতুন একটি আধুনিক ও বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানে পাঁচ শতাধিক ব্যক্তি অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিল। তাদের স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তারা নিজ উদ্যোগে সেগুলো অপসারণ না করায় অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়েছে।
Leave a Reply