ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে অশুভ শক্তি ফিরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণ দিবসে এক ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাশিয়া রক্তাক্ত নাৎসিবাদ পুনরুজ্জীবিত করছে। রাশিয়ার সেনাবাহিনী নাৎসিদের মতোই নৃশংসতা চালাচ্ছে। খবর আল-জাজিরার।
জেলেনস্কি বলেন, ইউক্রেনে অন্ধকার ফিরে এসেছে। ভিন্ন বেশে, ভিন্ন স্লোগানে, কিন্তু একই উদ্দেশ্য নিয়ে অশুভ শক্তি আবার ফিরে এসেছে।
এসময় ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর্কাইভ এবং রাশিয়ার আগ্রাসনের সাদা-কালো ফুটেজও দেখানো হয়েছে।
Leave a Reply