তৌফিক এলাহী, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলার সোনাতলা উপজেলার সামাজিক সংগঠন “প্রভাতের আলো” তরুন সংঘের উদ্যেগে পালনকরা হয় শুক্রবার(৬ মে)সারাদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে,ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত।
এরই ধারাবাহিকতায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক আসিফ ইকবাল,জুয়েল খান,বাইতুল খান,লাবিব খান,রাফসান আলী খানসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
সারাদিন ব্যাপী কর্মসূচি উদ্ভোধনে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব নাট্য অভিনেতা লেখক জনাবঃসোহেল আহমেদ খান,বিশিষ্ট সমাজ সেবক আসিফ ইকবাল, রাফসান আলী খান,জুয়েল আকন্দ, সভাপতি ওমর ফারুক খান বাইতুল,সিনিয়র সহ সভাপতি রনি খান, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক লাবিব খান,সহ সাংগঠনিক সম্পাদক রাকিব খান,সদস্য আব্দুল্লাহ নোমান,আল আমিন,মুশফিক হোসেন মুহি খান,নাজিরুল ইসলাম, রায়হান আলী, আনিছুর রহমান, শান্ত ইসলাম, মাসুদ খান, জারজিল ইসলাম খান,তাওহীদ খান শিফাউল ইসলাম খান সাকিব, কাওসার কাজী শয়ন ইসলাম সহ অনলাইনে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাকবীর হাসান জিহাদ।
অনুষ্ঠানে সৌদিপ্রবাসী তাকবির হাসান জিহাদ অনলাইনে যুক্ত থেকে বলেন, ফলদ বৃক্ষ স্বাবলম্বী এবং পুষ্টি ঘাটতি পূরণ ছাড়াও পরিবেশ রক্ষায় ব্যাপক ভাবে আমাদের সাহায্য করে। দেশে পর্যাপ্ত ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টিহীনতাকে কমিয়ে আনা সম্ভব।পাশাপাশি ঔষধি গাছ আমাদের জীবনে ব্যপক প্রয়োজন। কাজেই দেশ এবং আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী ভাবনা নিয়ে ব্যাপক হারে ফলদ ও বনজ বৃক্ষরোপণ প্রয়োজন।
সংগঠনের বর্তমান সভাপতি বলেন, সকলকে বৃক্ষ রোপন করার অনুরোধের পাশাপাশি পরিচিত জনদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করার আহবান জানাই।
এসময় সোহেল আহমেদ খান সংগঠনের পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন এবং তরুণ দের ঐক্যবদ্ধ হয়ে মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান করে।
পারুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আসিফ ইকবাল বলেন,গাছ লাগানোর পাশাপাশি গাছ পরিচর্যা করাও প্রয়োজন।এরকম সামাজিক কাজে তিনি এভাবে পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
গ্রামের বাসিন্দারা বলেন,শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে গাছের যত্ন নিলে তবেই আসবে পূর্ন সফলতা।
Leave a Reply