1. admin@sobsomoynarayanganj.com : admin : MD Shanto
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে না’গঞ্জ ঐক্য পরিষদের দিনব্যাপী গণঅনশন ও গণঅবস্থান পালিত বক্তাবলী ইউপি মেম্বার রাসেল চৌধুরীর ও সিফাতকে জেলহাজতে প্রেরন বিএনপি ঘুমিয়ে স্বপ্ন দেখছে – বাবু চন্দন শীল কল্লা বাবার বাৎসরিক ওরশের ৪র্থ দিনে গিলাপ চড়ান কোরবান আলী মস্তান ও সোহাগ হোসেন মস্তান প্রয়াত মাহমুদুর রহমানের মৃত্যুতে মহানগর বিএনপির শোক সভা ও মিলাদ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন পুলিশের সঙ্গে সংঘর্ষ মামলায় আসামি ৪২৩, বিএনপির ৭ নেতা গ্রেফতার ৩ দফা দাবী বাস্তবায়ন না হলে ১আগষ্ট থেকে অনির্দিষ্টিকালের জন্য জ্বালানী তেল উত্তলন ও পরিবহন বন্ধ মহানগর আ.লীগের শান্তি সমাবেশে সদর থানা কৃষক লীগের যোগদান শহরে তক্ষক সহ ডিবি পুলিশের হাতে আটক ২

বগুড়ায় প্রভাতের আলোর উদ্যোগে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮৩ বার পঠিত

তৌফিক এলাহী, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার সোনাতলা উপজেলার সামাজিক সংগঠন “প্রভাতের আলো” তরুন সংঘের উদ্যেগে পালনকরা হয় শুক্রবার(৬ মে)সারাদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে,ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত।

এরই ধারাবাহিকতায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক আসিফ ইকবাল,জুয়েল খান,বাইতুল খান,লাবিব খান,রাফসান আলী খানসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

সারাদিন ব্যাপী কর্মসূচি উদ্ভোধনে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব নাট্য অভিনেতা লেখক জনাবঃসোহেল আহমেদ খান,বিশিষ্ট সমাজ সেবক আসিফ ইকবাল, রাফসান আলী খান,জুয়েল আকন্দ, সভাপতি ওমর ফারুক খান বাইতুল,সিনিয়র সহ সভাপতি রনি খান, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক লাবিব খান,সহ সাংগঠনিক সম্পাদক রাকিব খান,সদস্য আব্দুল্লাহ নোমান,আল আমিন,মুশফিক হোসেন মুহি খান,নাজিরুল ইসলাম, রায়হান আলী, আনিছুর রহমান, শান্ত ইসলাম, মাসুদ খান, জারজিল ইসলাম খান,তাওহীদ খান শিফাউল ইসলাম খান সাকিব, কাওসার কাজী শয়ন ইসলাম সহ অনলাইনে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাকবীর হাসান জিহাদ।

অনুষ্ঠানে সৌদিপ্রবাসী তাকবির হাসান জিহাদ অনলাইনে যুক্ত থেকে বলেন, ফলদ বৃক্ষ স্বাবলম্বী এবং পুষ্টি ঘাটতি পূরণ ছাড়াও পরিবেশ রক্ষায় ব্যাপক ভাবে আমাদের সাহায্য করে। দেশে পর্যাপ্ত ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টিহীনতাকে কমিয়ে আনা সম্ভব।পাশাপাশি ঔষধি গাছ আমাদের জীবনে ব্যপক প্রয়োজন। কাজেই দেশ এবং আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী ভাবনা নিয়ে ব্যাপক হারে ফলদ ও বনজ বৃক্ষরোপণ প্রয়োজন।

সংগঠনের বর্তমান সভাপতি বলেন, সকলকে বৃক্ষ রোপন করার অনুরোধের পাশাপাশি পরিচিত জনদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করার আহবান জানাই।

এসময় সোহেল আহমেদ খান সংগঠনের পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন এবং তরুণ দের ঐক্যবদ্ধ হয়ে মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান করে।

পারুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আসিফ ইকবাল বলেন,গাছ লাগানোর পাশাপাশি গাছ পরিচর্যা করাও প্রয়োজন।এরকম সামাজিক কাজে তিনি এভাবে পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

গ্রামের বাসিন্দারা বলেন,শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে গাছের যত্ন নিলে তবেই আসবে পূর্ন সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Bartoman News
Theme Customized By Theme Park BD