পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মহিবুল্লাহ হাওলাদার (২২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (০৩ মে) রাত ৯টার এ দুর্ঘটনা ঘটে।
মহিবুল্লাহ হাওলাদারের বাড়ি জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে। তার বাবার নাম মো. শাহজাহান হাওলাদার। তিনি কলাপাড়া উপজেলার চাকমাইয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
জানা যায়, রাতে কলাপাড়া থেকে মোটরসাইকেলে মহিবুল্লাহ কুয়াকাটায় যাচ্ছিলেন। পথে কুয়াকাটা থেকে কলাপাড়ামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মহিবুল্লাহর মৃত্যু হয়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আশাদুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply